নির্ঘুম রাত–বিপ্লব সাহা (নালিতাবাড়ী, শেরপুর)
প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৮৬ বার

পৃথিবী তখন মরণ ঘুমে,
জোনাকি হাতে জেগেছিলাম
পাসে তুমিও
জমির আঁচল সরাতেই
জেগে উঠলো লাল ছোপ ছোপ দাগ
বিষাদের বাতাসে ভাঙে মন।
তেল চিটচিটে খয়েরি ওশারের বালিশটাতে
ফুল ফড়িংয়ের মেলা
রাত কাটিয়ে আলতা পায়ে জলকেলি খেলা
আঁচলটানা মুখটাতে সূর্য উঠে এলো।
এরপর পলক পরেনি
সমস্ত রাত পড়ছিলাম
ভিতরকার অজানা স্বরলিপি তবুও পাইনি
তাঁর সমুদ্রের গভীরতা।
অধর ছুঁয়েছিল বলিষ্ঠ একজোড়া হাত
উত্তাল সাগরে বাঁধভাঙা ঢেউ,
ক্ষণেক্ষণে জোয়ারের একমাত্রিক ঝাপটায়
দেহমনের দু-কূল ছাপিয়ে বন্যা,
শরীর জুড়ে উষ্ণতার ঝড়োবৃষ্টি
অবশেষে ক্লান্তির আচ্ছাধনে
বুকের উপর নির্ঘুম রাত।