বাউফলে নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র জুয়েল
প্রকাশিতঃ ৭:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৩৪ বার

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে আওয়ামা লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতলেব হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বচন মনোনয়ন বোর্ড জুয়েলের নাম ঘোষণা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন,দীর্ঘ নয় বছর পর গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাউফল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ৩১ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে।