রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিতঃ ৮:২৬ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৬ বার

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকূড়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় কক্ষে শুধুমাত্র ২০২১ সালের পরীক্ষায় অংশ নিবে এ সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে ছোট্ট পরিসরে উক্ত বিদায় অনুষ্ঠান পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক , বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ বাদশা। সংক্ষিপ্ত আলোচনা শেষে ২০২০ সালের অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ জোনাকী আক্তারকে সভাপতির ব্যক্তিগত তহবিল থেলে পুরস্কার হিসেবে লেপটপ প্রদান করেন। স্বাগত বক্তৃতায় আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আসন্ন পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হবে প্রত্যেককে লেপটপ পুরস্কার দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল, সহকারী শিক্ষক আবুল কাশেম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাহানাজ পারভীন, জাকারিয়া জাকির, আলমগীর হোসেন, ছাত্র অভিভাবকসহ অন্যান্যরা। উল্লেখ্য আসছে ১৪ নভেম্বর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।