আজ শুক্রবার , ১৫ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ” নালিতাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নালিতাবাড়ীতে শিক্ষক নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৭:২৩ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৯৩ বার

ওমর ফারুক সুমনঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারন সম্পাদক ও তারাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন ও একই বিদ্যালয়ের দপ্তরী আকাব্বর হোসেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করে শিক্ষক সমাজ। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কয়েক শতাধিক শিক্ষকের অংশ গ্রহণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর শুক্রবার সন্ধায় তারাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অজ্ঞাত পরিচয়ধারী কিছু সন্ত্রাসী খোকন ও আকাব্বরের উপর অতর্কিত হামলা চালায়। এতে খোকন ও আকাব্বর গুরুতর আহত হন। শিক্ষক নেতাদের দাবী, অবিলম্বে জড়িতদের খোঁজে বের করে তাদের বিরুদ্ধে যেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচী হাতে নেয়া হবে এমন ঘোষণা দেন উপস্থিত বক্তারা। মানববন্ধনে শিক্ষকদের সাথে একাত্বতা ঘোষণা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষকগণ যথাক্রমে যোগেন চন্দ্র রায়, নেছার উদ্দিন, ওবায়দুল ইসলাম, শারিরীক শিক্ষা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খলিলুর রহমান বাবুল, সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে সারোয়ার আহমেদ স্বপন, কালাচান পাল, সিনিয়র শিক্ষক কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shares