নালিতাবাড়ীতে শিক্ষক নেতার উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে আজ মানববন্ধন
প্রকাশিতঃ ৮:৫৯ পূর্বাহ্ণ | অক্টোবর ০৩, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২২৪ বার

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারন সম্পাদক ও তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন ও দপ্তরী একাব্বর হোসেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধনের ডাক দিয়েছে শিক্ষক নেতারা। আজ রবিবার দুপুরে (২টা ৩০ মিনিট) উপজেলা পরিষদ চত্বরে কয়েক শতাধিক শিক্ষকের অংশ গ্রহণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন। তিনি সংগঠনের সকল সদস্যদেরকে মানববন্ধনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন।