নালিতাবাড়ীতে জেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন
প্রকাশিতঃ ৫:৩১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৩৮ বার

ওমর ফারুক সুমনঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান। আজ দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ে এসে মধ্যাহ্নভোজে মিলিত হন। বিদ্যালয় পরিদর্শনকালে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের এসাইনমেন্ট গ্রহণ ও মূল্যায়ন নিয়ে শিক্ষকদেরকে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে বিদ্যালয়ের আয় ব্যয়, অনলাইন ক্লাস প্রদান, শিক্ষকদের উপস্থিতি, স্বাস্থ্যবিধিসহ নানাবিধ বিষয় পর্যবেক্ষন করেন তিনি। অপরদিকে বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপন করেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, এ.কে.এম কাজী নজরুল ইসলাম, আব্দুল জলিল (ভারপ্রাপ্ত), সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।