প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ পেল করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা
প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯২ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ পেল করোনাভাইরাসে প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর বাউফল উপজেলার পল্লী উদ্যোক্তরা। আজ রোববার বেলা ১ টার দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাউফল উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সাত উদ্যোক্তার মধ্যে ১২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ উপজেলায় এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট ৪২ জন উদ্যোক্তার মাঝে পর্যায়ক্রমে ৪৬ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনার ঋণ বিতরণ করা হবে।
উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।