আজ শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

খুররম চৌধুরীর মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর শোকবার্তা

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬৩ বার

স্টাফ রিপোর্টারঃ বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী আজ ১৭ জুলাই,শনিবার বিকেল ৫.৪৫ মিঃ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ৮ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে তিমি মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী বিএনপিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করতে নিরলস ভাবে কাজ করেছেন। একজন নিখাঁদ দেশপ্রেমিক ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং জনকল্যাণে নিবেদিত থেকেছেন।তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ^াস করতেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে তৃণমূল পর্যায় থেকে কাজ করতেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারীয়ান ছিলেন তিনি। তাঁর রাজনীতির মূল লক্ষ্যই ছিল সমাজসেবা, সেজন্য বৃহত্তর ময়মনসিংহবাসীর নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ‘৭১ এর রণাঙ্গনে দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাঁর অবদান জাতির নিকট চিরঅম্লান হয়ে থাকবে। দেশের বর্তমান চরম দূর্দিনে তাঁর মতো একজন আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমি মরহুম খুররম খান চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “মরহুম খুররম খান চৌধুরী ছিলেন একজন কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ ব্যক্তি। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম খুররম খান চৌধুরী ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি দেশ গঠন, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি এবং গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় যে অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। রাজনীতিতে তাঁর অংশগ্রহণের মূল উদ্দেশ্যই ছিল সমাজসেবার বৃহত্তর কাজকে গুরুত্ব দেয়া। ক্রান্তিকালেও তিনি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি পালন থেকে ন্যুনতম বিচ্যুৎ হননি। তাঁর মৃত্যুতে আমি তাঁর পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম খুররম খান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।” সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর শোকবার্তা পৃথক আরেক শোকবার্তায় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের এক ত্যাগী নেতা ও বলিষ্ঠ সংগঠককে হারালো। তিনি খুররম খান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বার্তা প্রেরক মো: তাইফুল ইসলাম টিপু সহ-দফতর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Shares