লকডাউনের দ্বিতীয় দিনে হালুয়াঘাটে ৩১ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ ৯:৫৬ অপরাহ্ণ | জুলাই ০২, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৪৬ বার

ওমর ফারুক সুমনঃ লকডাউনের দ্বিতীয় দিনে সরকারী নিষেধাজ্ঞা আমান্য করায় ময়মনসিংহের হালুয়াঘাটে কঠোর অবস্থানে ছিলো প্রশাসন। তার ধারাবাহিকতায় ১৭ জনকে মোট ৩০ হাজার ৮৯০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন রযাা ব-১৪ এর বিশেষ একটি টিম। এর আগে লকডাউনের প্রথম দিনে হালুয়াঘাটে ২১টি মামলায় ৮ হাজার ৯৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। প্রথম দিনে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। জানা যায় , চলমান লকডাউন বাস্তবায়ন করতে সামনের দিনগুলোতে আরও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।