ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের সাথে -সিএনজি সংঘর্ষ
প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ণ | জুন ২২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৭০ বার

নিজস্ব্ প্রতিবেদকঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায়। এতে চালকসহ তিন যাত্রী আহত হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উপজেলার রৌহা কালিরহাট রেলক্রসিংয়ে।
সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি গফরগাওয়ে যাত্রা বিরতি শেষে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিরহাট রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এসময় চালক রফিকুল ইসলাম (৩২), যাত্রী মগবুল হোসেন (৩৫) ও ইয়াছিন (১৬) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত চালক রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পিডব্লিউআই মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন গেইটম্যানেই নতুন। এদেরকে কোন কথা বললে শুনতে চায় না। তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করে। তবুও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।