হালুয়াঘাটে চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জুয়েল আরেং
প্রকাশিতঃ ৫:১৫ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬৮ বার

ওম্র ফারুক সুমনঃ গতকাল দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ভূবনকুড়া দাখিল মাদ্রাসায় চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় সাংসদ এমপি জুয়েল আরেং। এ সময় মাদ্রাসার শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেংকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই এমপি জুয়েল আরেং -কে মানপত্র পাঠ করে শুনান সুপার আব্দুর রব। আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, মাদ্রাসার সহ-সুপার আব্দুল মজিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভুইয়া, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, অধ্যক্ষ আব্দুল কাদির, প্রভাষক মাহবুবুর রহমান, ওসমান গনি, প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ অন্যান্যরা।