ধোবাউড়ায় ট্রাক-হোন্ডা সংঘর্ষে নিহত-২, চালক ও হেলপার আটক
প্রকাশিতঃ ২:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৬ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। আজ সকালে ধোবাউড়া উপজেলার ৭নং বাঘবেড় ইউনিয়নের ডুমঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর বাঘবেড় গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র শহিদুল কায়সার রনি (৩২) ও খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের পুত্র জাহিদ হাসান রাসেল (২২)। এছাড়া মানিকগঞ্জের জুয়েল (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক শাহাব উদ্দিন (৩৫) ও হেলপার মাহফুজ আলমকে স্থানীয়া আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে আটক দুইজন ধোবাউড়া থানায় শ্রীঘরে রয়েছে বলে জানা গেছে।