হালুয়াঘাটে স্বামী-স্ত্রীর আত্নহত্যা
প্রকাশিতঃ ৫:১০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১২৯ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রী আত্নহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যেই এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের শামসুল হকের পুত্র বিল্লাল হোসেন (২৫) বাড়ির পাশেই চালতা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। স্বামীর আত্নহত্যার খবর শুনে বিষ খায় তার স্ত্রী তাসলিমা খাতুন (২০) । মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হালুয়াঘাট থানার এস.আই নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। আত্নহত্যার বিষয়ে জানতে চাইলে এস.আই নাজিম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এরা আত্নহত্যা করতে পারে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অপমৃত্যু মামলা রুজো হয়েছে।