বাউফল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন
প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৮ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নব নির্বাচিত ২০২১ সালের কার্যকরী পরিষদ কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মোঃ হারুন অর রশিদ খান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আনিচুর রহমান বালী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জান মনির ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমূল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মাইটিভি’র বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, সহ-সভাপতি এশিয়ান টিভি’র প্রভাষক মঞ্জুর মোর্শেদ, কার্যনির্বহী কমিটির সদস্য ইত্তেফাকের অধ্যাপক আমিরুল ইসলাম ও প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি ভোরের কাগজের অতুল চন্দ্র পাল, সমকালের জিতেন্দ্র নাথ রায় । উল্লেখ্য, গত ২৬ শে ডিসেম্বর প্রেসক্লাবের নির্বাচনে জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও মাইটিভি’র বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।