বাউফলে যৌন হয়রানি বন্ধে কর্মশালা
প্রকাশিতঃ ১০:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৫ বার

তোফাজ্জল হোসেন,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: ‘বন্ধ হবে লোলুপ দৃষ্টির আগ্রাসন, যদি হই সচেতন। যৌন হয়রানি ও নিপীড়ন রুখতে, গড়তে হবে আন্দোলন’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে যৌন হয়রানি, নিপীড়ন এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটিস’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউফল এর আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা শিক্ষা পরিদর্শক মোঃ নুরনবী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান সীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাজীব হোসাইন, প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাউফল সরকারী কলেজের প্রভাষক সঞ্জিব কুমার মিশ্র। এ সময়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবলিক ইউনিভার্সিটিস’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউফল শাখার কো-অর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম (তুহিন)।