ময়মনসিংহের ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৮:১৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৫ বার

এনামুল হক,ময়মনসিংহ:-ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ হারুন-অর-রশিদ,ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাঈদ,সাবেক চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন চান মিয়া, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃলতিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অতিথি বৃন্দ বুদ্ধিজীবীদের স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতের মাধ্যমে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।