হালুয়াঘাটে পুলিশের অভিযানে আটক-৪
প্রকাশিতঃ ১২:৩০ অপরাহ্ণ | জুন ২০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০০ বার

ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ মঙ্গলবার রাতে ওসি জাহাঙ্গীর আলম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে চার (৪) জনকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।এরা হলেন কৈচাপুরের জুয়েল (৩৪), মাঝিয়াইলের ইমাম উদ্দিন (৩২), উত্তর বাঘাইতলার রহিম উদ্দিন (৩০)ও বাঘাইতলার আঃ রহিম। পুলিশ জানায় আসামী চার জনের মধ্যে ইমাম উদ্দিন নামে একজন সাজাপ্রাপ্ত। বাকী তিনজন ওয়াররেন্ট ভুক্ত। বুধবার দুপুরে আসামী চারজনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার জানান।