ত্রিশালে দুই মাদক কারবারী আটক-
প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪০ বার

এনামুল হক:-ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার ২৭ অক্টোবর সকালে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ত্রিশাল বাজার নিরাপত্তা কর্মীরা আটককৃতদের ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সস্পাদক ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের কাছে হস্তান্তর করা হয় পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার নেকবর আলী (৩৮ ) ও তাজুল ইসলাম( ৩৫)।
গ্রেপ্তারকৃতরা ত্রিশাল থানা পুলিশকে জানান তাহেরপুর উপজেলা থেকে তারা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গাঁজা বিক্রি জন্য যেতে চেয়েছিল। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান