আজ সোমবার , ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

হালুয়াঘাটে বর্নাকবলিত এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ৩:২৭ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৪৭ বার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ও বিলডোরা ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ ৫ আগস্ট, বুধবার, সকাল ১০ টায় নড়াইল ইউনিয়নের আলিশা বাজার ঘাট থেকে ট্রলার যোগে দুপুর ৩ টা পর্যন্ত পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত নড়াইল ইউনিয়নের আলিশাবাজার, বঘমার বিন্না কান্দা, খরাকান্দা, বিলডোরা ইউনিয়নের নৌয়াগাও নালিয়াকান্দা সহ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ করেন তিনি। গত সোমবার তিনি ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করছেন। আজ হালুয়াঘাটে ত্রান বিতরণ কালে বন্যার্ত মানুষের উদ্দেশ্যে বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বন্যার প্রকোপে মানুষ বিপর্যস্ত। মানুষের এই দুঃসময়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে আছে এবং সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, একক ভাবে কোনো দল বা ব্যাক্তির পক্ষে লক্ষ, কোটি মানুষকে সহযোগিতা করা সম্ভব না। সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। কিন্তু করোনা ও বন্যাকালে বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের সঙ্কটে তাদের কার্যকর ও সমন্বিত ভূমিকা নাই। করোনা ও বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ লিপ সার্ভিসেই সীমাবদ্ধ। তিনি বলেন, ক্ষমতাসীনরা একদিকে মিথ্যাচার, অন্যদিকে দুর্ণীতি, লুটপাট করছে। ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, কোথাও সরকারী ত্রাণ বিতরণ করা হয় নাই। অথচ সরকার বলছে পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে। কিন্তু সরকারী হিসাবেই ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ২ কেজি ৫০ গ্রাম চাল ও ৮ টাকা বরাদ্দ আছে। যদিও এগুলোও বিতরণ করা হয় নাই। লোক দেখানোর জন্য কোথাও কিছু বিতরণ করলেও তা দলীয় লোকদের মধ্যে সীমাবদ্ধ।
তিনি সরকারের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রান ও অর্থ সহযোগিতা প্রদান ও কৃষি পুনর্বাসনে পদক্ষেপ নেয়ার দাবি জানান।
ত্রান বিতরণকালে হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন ফকির, শহীদুল হক খান সুজন, আনোয়ার হোসেন,মোস্তাক আলম রুবেল, হুমায়ুন কবির, রুস্তম আলী, মওলানা ফরিদ হোসেন, দেলোয়ার হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল গণি, মশিউজ্জামান, যুব দল নেতা মোতালেব হোসেন, সজীব হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ আল মামুন , ছাত্র দল নেতা মির্জা ফয়সাল আহমেদ রনি, তাজবির হোসেন, আনিসুর রহমান, এমদাদুল হক অনন্ত, অন্তর আকন্দ , শরিফুল ইসলাম জাহিদ,গোলাম রাব্বানী, লোকমান হাসান সোহেল, আল আমিন হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

Shares