হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক-৩! প্রাইভেটকার জব্ধ
প্রকাশিতঃ ৩:০০ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১০২ বার
ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ৭০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আকনপাড়া তিন রাস্তার মোড়ের বিনয় এস প্লাজার সামনে হইতে তাদেরকে আটক করা হয়।এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানায় পুলিশ। অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট থানার সদ্য যোগদানকৃত ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে অন্যান্যরা। আটককৃত আসামীরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়াখলা গ্রামের বিপ্লব পালমা (৩৬), সুহৃদ পালমা ও চুয়ারিয়া গ্রামের রতন বিশ্বাস (৩৮)।আটকের বিষয়ে জানতে চাইলে ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, রাতের আধারে মাদক পাচার হচ্ছে। পরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজো হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মাহমুদুল হাসান।