হালুয়াঘাটে গরু চোর আটক
প্রকাশিতঃ ৭:৫০ অপরাহ্ণ | জুন ৩০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৭ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাটে চোরাই গরুসহ দুইজনকে আটক করে পুলিশ। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে এস.আই জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাতে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করে। এসময় চোরাই গরুর কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন ফুলপুর উপজেলার বড়সোনাই গ্রামের মজিবর রহমানের পুত্র আলতাফ মিয়া (২০) ও একই থানার মোকামিয়া দক্ষিণপাড়া গ্রামের বাবু মিয়ার পুত্র টিটু মিয়া (২৩)। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, চোরাই গরুসহ দুইজনকে আটকের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, গরুগুলির প্রকৃত মালিক যিনি, তিনি আদালতের মাধ্যমে গরুগুলি আনার সুযোগ পাবেন।