লাফিয়ে লাফিয়ে বাড়ছে ময়মনসিংহে করোনা রোগীর সংখ্যা
প্রকাশিতঃ ১২:৩২ অপরাহ্ণ | জুন ২১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৬ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহ জেলায় প্রতিদিন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা।থেমে নেই মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ৪২৩টি নমূনা পরীক্ষায় নতুন করে আরও ১০৭ জন যোগ হয়েছে আক্রান্তের সংখ্যায়। নতুন আক্রান্তদের মাঝে সদর ও সিটি কর্পোরেশনে ১০০ জন, ভালুকায় ৩ জন, ইশ্বরগঞ্জে ২ জন, গফরগাঁওয়ে ১ জন ও ত্রিশালে ১ জন। এছাড়া পার্শ্ববর্তী শেরপুর জেলায় আক্রান্ত হয়েছে ১৯ জন (সদরে ৮ জন ও নালিতাবাড়ীতে ১১ জন)। নেত্রকোনা জেলায় ১৭ জন, (সদরে ১৪ জন, আটপাড়া ২ জন, বারহাট্টা ১ জন)ও জামালপুর জেলায় ১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ময়মনসিংহ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৫ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩৭৯ জন আর মৃত্যুবরণ করেছেন ১৬ জন। শনিবার রাতে সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।