ময়মনসিংহ মমেক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থকর্মী মিলে ১৭৮ জন করোনায় আক্রান্ত
প্রকাশিতঃ ১২:১১ অপরাহ্ণ | জুন ০৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭৫ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলে এ পর্যন্ত ১৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। এছাড়া সদরে ১৭১ জন, ভালুকায় ৬৯ জন, গফরগাও ৩৩ জন, ইশ্বরগঞ্জে ৩৫ জন, ধোবাউড়ায় ৩৪ জন, ফুলপুর তারাকান্দায় ৩৬ জন, ত্রিশালে ১৯ জন, হালুয়াঘাটে ৮ জন, গৌরিপুরে ২ জন ও মুক্তাগাছা-নান্দাইল ও ফুলবাড়ীয়ায় ১৪ জন করে আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ্য হয়েছেন ২১৮ জন। শুক্রবার রাতে সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।