হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীরা
প্রকাশিতঃ ৩:১৯ অপরাহ্ণ | মে ১১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১১০ বার

ওমর ফারুক সুমনঃ দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট দেখা দিয়েছে ঠিক এমন সময়ে ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিয়েছেন হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীরা। আজ সকালে মনিকুড়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে পৌছে দেন তারা। ধান কাটায় নেতৃত্ব দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব ও সহকারী প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র সরকার।ধান কাটার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বলেন, করোনা প্রাদুর্ভাবের কারনে দেশে এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই কৃষকদের উৎসাহ ও সহযোগীতা করতেই মূলত এ প্রদক্ষেপ নিয়েছি। এ ধরনের সহযোগীতাই এগিয়ে আসার জন্যে তিনি সকলকেই অনুরোধ জানান। একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম স্বপন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের নির্দেশেই শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।