ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ৪০৩ জন! নতুন আরও ২৭
প্রকাশিতঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | মে ০৮, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬০ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৪০৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৯৬ জন, জামালপুর জেলায় ১০১ জন, নেত্রকোনা জেলায় ৭০ এবং শেরপুর জেলায় ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৩ শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮ জন এবং ঢাকায় ১৯১ জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হলে সেখানে আরো ১৯ জনসহ মোট ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।