ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন
প্রকাশিতঃ ২:১৩ অপরাহ্ণ | মে ০১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৭ বার

স্টাফ রিপোর্টারঃ দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছে। আজ সকালে (১লা মে) ময়মনসিংহ নগরীর ৪ নং ওয়ার্ডে তিনকোণা পুকুরপাড় এলাকায় ছাত্রমেছে এ ঘটনা ঘটে। খুনের ঘটনা নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি। নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে। তৌহিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।