মমেক হাসপাতালে নতুন করে ৭ চিকিৎসকসহ ১৯ জন আক্রান্ত!জেলায়-২০
প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৩৪ বার

ওমর ফারুক সুমনঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে আরও ৭ চিকিৎসকসহ ১৯ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মুক্তাগাছা উপজেলাতেও আক্রান্ত হয়েছেন একজন। ২৪ ঘন্টায় জেলায় মোট আক্রান্ত ২০ জন। আর এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় মোট আক্রান্ত ৮৮ জনের মাঝে মেডিক্যাল কলেজ হাসপাতালেই রয়েছে ৪০ জন। তাদের মাঝে চিকিৎসক রয়েছে ১৫ জন। এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় গফরগাঁও ১২ জন, ইশ্বরগঞ্জ ৭ জন, মুক্তাগাছায় ৭ জন, সদরে ৮ জন, ভালুকায় ১ জন, ফুলপুর ৪ জন, হালুয়াঘাট ৩ জন, নান্দাইল ২ জন, ত্রিশাল ২ জন, ফুলবাড়ীয়া ১ জন আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮২ জন। জামালপুর জেলায় আক্রান্ত ৩৮ জন, নেত্রকোনায় ৩১ জন ও শেরপুর জেলায় ২৫ জন এবং ময়মনসিংহ জেলায় ৮৮ জন।