হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনীময়
প্রকাশিতঃ ৯:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৮২ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনীময় করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। সোমবার বিকেলে নির্বাহী কর্মকর্তার বাংলোতে উক্ত মত বিনীময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনীময়কালে গণমাধ্যম কর্মীদের কাছে জাতির এই ক্রান্তিলগ্নে সহযোগীতা করার অনুরোধ রাখেন। তিনি বলেন, এই মুহুর্তে মানুষকে সচেতন করা আমাদের মূল দায়িত্ব। সারা বিশ্ব যখন দুর্যোগ মোকাবেলায় হিমসিম খাচ্ছে সেই অনুযায়ী আমরা এখনো ভালো অবস্থানে আছি। তাই যাতে খারাপ পরিস্থিতি না আসে এ জন্যে সকলকে সতর্ক থেকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ রাখেন। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড তানভির আহমেদ, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পৌর মেয়র খাইরুল আলম ভুইয়া খুররম, যুগান্তর প্রতিনিধি হাতেম আলী, ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন, ইত্তেফাক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আনন্দ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমনসহ অন্যান্যরা।