হালুয়াঘাটে বাল্য বিবাহের আয়োজ়ন! ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ ১০:৫৩ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৫৯ বার

ওমর ফারুক সুমনঃ করোনা ভাইরাসের ঝুঁকিকালীন সময়ে মাঝে এবং অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ময়মনসিংহের হালুয়াঘাটে বাল্য বিবাহের আয়োজন করায় কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতৈল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও এসিল্যান্ড তানভির আহমেদ।