আজ রবিবার , ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

সৌদিতে জিম্মি হালুয়াঘাটের নাজনীন! সিন্ডিকেটের মূল হোতা তার স্বামী

প্রকাশিতঃ ৮:৩৯ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫০৭ বার

ওমর ফারুক সুমনঃ ভাগ্যের অন্বেষণে সৌদিতে দালালের হাতে জিম্মি থাকার ঘটনায় দালাল চক্রের সাথে জড়িত মূল হোতা নাজনীনের স্বামী মাহবুব আলী এমন অভিযোগ করেছেন নাজনীনের পিতা আব্দুল গনি। মাত্র ৭০ হাজার টাকার বিনীময়ে দালালের হাতে নাজনীনকে তুলে দিয়েছেন তার স্বামী মাহবুব আলী। গত ১৭ ফেব্রুয়ারী মতিঝিল ফকিরাপুল এলাকার লোকমান নামে এক এজেন্সির মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান নাজনিন আক্তার বেবি নামে যুবতী। নাজনীন হালুয়াঘাট উপজেলার প্রশ্চিম মনিকুড়া গ্রামের আব্দুল গনির কন্যা। শুক্রবার আব্দুল গনি’র সাথে কথা বললে তিনি বলেন, তার মেয়ের জামাতা মাহবুব আলী মুঠোফোনে হুমকী দিয়েছে আজ। যদি ৩০ তারিখের মধ্যে আড়াই লক্ষ টাকা না দিই, তাহলে আমার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকী দেন নাজনীনের স্বামী মাহবুব আলী।ঘটনাসুত্রে জানা যায়, আব্দুল গনি তার কন্যা নাজনীন আক্তার বেবীকে বিয়ে দেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কারিরকান্দা চকরামপুর এলাকার নুর ইসলামের পুত্র মাহবুব আলীর (৩৫) কাছে। দুটি সন্তান আসে নাজনীনের ঘরে। এমন অবস্থায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে যান সোহেল চৌধরী নামে এক প্রতারক। আর এ চক্রে জড়িত তার স্বামী মাহবুব আলী, মতিঝিল ফকিরাপুল এলাকার মেসার্জ বায়তুল্লাহ অভারসিজ, জি নেট টাওয়ার, ৭ম তলা-৬/১, ১১৬-১১৭, ডি আই টি এক্সটেনশন রোডের এজেন্ট লোকমান আলী ও সৌদি আরবে অবস্থানরত সোহেল চৌধরী। তিনজনের নামে অভিযোগ এনে গত ১২ মার্চ ত্রিশাল থানায় সাধারন ডায়েরী করেছেন নাজনীনের পিতা আব্দুল গনি।
ইতিমধ্যে নাজনীনকে সৌদি আরবে দালাল সোহেল চৌধরীর হাতে জিম্মি রয়েছে। তাকে সকল ধরনের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ নাজনীণের পরিবারের। নাজনীনকে মুক্ত করতে দালাল চক্রের দাবী আড়াই লক্ষ টাকা, এ তথ্য নিশ্চিত করেছেন দালালের হাতে জিম্মি নাজনীনের পিতা আব্দুল গনি।উল্লেখ্য নাজনীনকে দেশে ফেরত আনার সহযোগীতা চেয়ে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে।

Shares