আজ শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

হালুয়াঘাট মুন ফিলিং স্টেশনে তেলের মাপে কারসাঁজি

প্রকাশিতঃ ৬:০১ অপরাহ্ণ | মার্চ ১২, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৯০ বার

স্টাফ রিপোর্টারঃ তেলের ওজনে কারসাজি করে সাধারন মানুষদের সাথে প্রতারনা করে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুন ফিলিং স্টেশনের ম্যানেজার রহমত আলীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তেলের পরিমাপে কারসাজি করে অল্পদিনে কোটিপটি বনে গিয়েছেন দায়িত্ব থাকা উক্ত কর্মকর্তা। হালুয়াঘাট উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মুন ফিলিং স্টেশন নামে তেলের পাম্প। উক্ত পাম্পের ম্যানেজার রহমত আলীর প্রতারনার শিকার হচ্ছেন বাস, ট্রাকসহ ছোট –বড় সকল ধরনের পরিবহন মালিকরা। রহমত আলীর দাপটে মুখ খুলতেও হিমসিম খেতে হয় ভুক্তভোগীদের, এমন অভিযোগ তাদের। ইতিমধ্যে দূর্ণীতির অভিযোগে সাবেক ম্যানেজারকে অপসারণ করা হয়েছে বলেও স্থানীয় সুত্রে জানা যায়। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, বার বার প্রতিবাদ করেও সুরাহা মিলছেনা এই অপকর্মের। দাপটের সাথে নানা কৌশলে ঠকিয়ে যাচ্ছেন গ্রাহকদের। সম্প্রতি প্রকাশ ঘটে যাওয়া তেলের পাম্পে ওজনে কম দেয়ার এক ঘটনাকে কেন্দ্র করে ধারা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলম মিয়া বলেন, ম্যানেজার রহমত আলীর বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ আসে। তারা মাপে কম দেয়। তিনি বলেন, আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৌখিকভাবে অনেকবার সাবধান করেছি। কিন্তু কোনো কথাই কর্ণপাত সে করেনা। লালারপাড় গ্রামের মন্নাছ আলী (৬০) বলেন, আমি পাম্পে ট্যাংকি নিয়ে যায়। ট্যাংকি পূর্ব থেকেই মাপ দেয়া। ঘটনার দিন তেল ক্রয় করলে আমার সন্দেহ হয়। পরে বাড়িতে নিয়ে ওজন দিলে তেল নির্ধারিত পরিমানের চেয়ে অনেকটা কম থাকে। পরে পাম্পে এসে জানালে আমার সাথে খারাপ আচরণ করে ম্যানেজার। একই গ্রামের রইছ উদ্দিন (৪৫) বলেন, এই পাম্পে তেল মাপে কম দেয়। তাদের তেল পরিমাপের ডিজিটাল মেশিন কয়েকটা। তিনি বলেন, আমরা যে মেশিন দিয়ে তেল নিতে চায়, সেটা থেকে তেল দিতে চায়না। ম্যানেজারের নির্দেশে কর্মচারীরা পুরাতন মেশিন থেকে তেল দিয়ে থাকে। তিনি বলেন, এই পাম্পের ম্যানেজার রহমত আলীর আচরণ ভালোনা। লোকজন তেলের ওজনের ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে। ধারা ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক বলেন, মুন ফিলিং স্টেশনের ম্যানেজারের বিরুদ্ধে তেলের পরিমাপে কম দেয়ার অভিযোগ আমাদের কাছেও আসে। কিন্তু আমরা বলার পরেও কোনো সংশোধন নেই। তিনি তদন্তের দাবী জানান কর্তৃপক্ষের কাছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ম্যানেজার রহমত আলী ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তাকে প্রশ্ন করতে গেলে ঘরের তালা লাগিয়ে দেন। কৌশলে কেটে পড়েন রহমত আলী। ।প্রতারনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। তিনি বলেন, আমি বিএসটিআই কে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ###

Shares