ময়মনসিংহের হালুয়াঘাটে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিতঃ ৭:০১ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১২৫ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার সকালে আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমনের আয়োজনে উক্ত বর্ষপূর্তি পালন করা হয়। এ সময় বক্তারা আনন্দ টিভির উত্তোত্তর সমৃদ্ধি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রকাশ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, পৌর মেয়র খাইরুল আলম ভুইয়া খুররম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবিরুল ইসলাম বেগ, মহিলা পরিষদের সভানেত্রী লুৎফুন্নাহার কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।