হালুয়াঘাটে নারী দিবস উদযাপিত
প্রকাশিতঃ ৫:০২ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৭ বার

স্টাফ রিপোর্টারঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হালুয়াঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনায় মিলিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জুয়েল আরেং। অন্যান্যদের মাঝে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরীনা পারভিন, মহিলা পরিষদের সভানেত্রী লুৎফুন্নাহার কবিরসহ অন্যান্যরা।