হালুয়াঘাটে ইয়াবাসহ দুইজন আটক
প্রকাশিতঃ ১:২৩ অপরাহ্ণ | মার্চ ০২, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৩৯ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাট উপজেলার রান্ধনীকুড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হালুয়াঘাট থানার এস আই শামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন রান্ধনীকুড়া গ্রামের জমির উদ্দিনের পুত্র তানভির আহমেদ ও মৃত নেয়াজ আলীর পুত্র ইলিয়াস। আটকের বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।