বাউফলে ভাতিজার লাঠির আঘাতে চাচা আহত
প্রকাশিতঃ ৩:১২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৬ বার

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আঃ বারেক হাওলাদার(৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে তাঁরই আপন ছোট ভাইয়ের ছেলে হাসান(২২)। আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের আঃ বারেক হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত তাঁর আপন ছোট ভাই এছাহাক হাওলাদারের(৬০) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ীর সামনে বারেক হাওলাদার ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী পিয়ারা বেগমের(৫০) কথা কাটাকাটি হয়। এ সময়ে খবর পেয়ে পিয়ারা বেগমের ছেলে হাসান ও মেয়ে হাসিনা(২৭) বেগম ঘটনাস্থলে এসে এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে চাচা বারেক হাওলাদারকে পিটিয়ে শরীরের ভিভিন্ন অংশ জখম করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শামীমা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ডাঃ শামীমা বলেন, আহতের ডান হাত এক্সরে করা হয়েছে। রিপোর্টে তাঁর হাত ভেঙ্গে টুকরা টুকরা হতে দেখা গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আল মামুন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।