আজ শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

হালুয়াঘাটে ধান ক্ষেত থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার! আটক-১

প্রকাশিতঃ ২:২৯ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৫৫ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাটে হেলাল উদ্দিন (৩৫) নামে এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ২নং জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের ছালামের বাড়ী সংলগ্ন ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে সুরুজ মিয়া (৬০) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত হেলাল বালু শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঘটনার দিন সংড়া বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে প্রমান পাওয়া যায়। নিহতের প্রতিবেশী ছালাম (৫৫) জানান, রাত আনুমানিক নয়টার দিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘর থেকে বের হয়ে আসলে ধান ক্ষেতে গলায় গামছা পেচানো অবস্থায় হেলালকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজন মিলে ধান ক্ষেত থেকে হেলালের নিথর দেহ উদ্ধার করে জয়রামকুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের গলায় দাগ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের ধারনা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ হত্যার বিষয়ে রাতভর তদন্ত অভিযান চালিয়েছে। বিস্তারিত জানা যাবে। খবর পেয়ে হালুয়াঘাট সার্কেলের এএসপি খলিলুর রহমান ও ওসি তদন্ত আবুবকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। নিহত হেলাল সংড়া গ্রামের খাসকান্দা ব্রীজ সংলগ্ন মৃত মাইন উদ্দিনের ছেলে।

Shares