ধোবাউড়ায় গণধর্ষণের আসামী গ্রেফতার
প্রকাশিতঃ ৮:২৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৪৮ বার

ধোবাউড়া প্রতিনিধিঃ ধোবাউড়ায় গণ ধর্ষণের আসামী গ্রেফতারের পর আদালতে প্রেরন।পাঁচ বন্ধু মিলে গণধর্ষণকরে।একবন্ধূ ইসলাম কয়েকদিন আগে পুলিশের হাতে ধরাপরে বর্তমানে জেল হাজতে আছে। ধোবাউড়া থানার ওসি তদন্ত চাঁদ মিয়ার নেতৃত্বেগতকাল গাজীপুর বাংলা বাজার থেকে অভিযান চালিয়ে অপর আসামী এনামুল কে গ্রেফতার করে আজ ২০/০২/২০২০ তারিখে আদালতে পাঠানো হয়। আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেন। অভিযানে অংশগ্রহণকারী এএসআই আলী,ও এএসআই সাইফুল সহ দুই জন চৌকস পুলিশ সদস্যকে,ওসি তদন্ত অফিসার চাঁদ মিয়া ধন্যবাদ জানায়।