বিশ্বাস- শিখা গুহ রায়
প্রকাশিতঃ ৫:১৪ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭০৮ বার

মানুষের সবচেয়ে বড় অভাব
মনের ভালোবাসা,
ইচ্ছে থাকলে তাকে হৃদয় দিয়ে রক্ষা
করা যায়।
একটু একটু করে যন্ত্রণা পাওয়ার
থেকে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে
গেলে মরনের যন্ত্রণা বেশিক্ষণ
অপেক্ষা করতে হয় না।
এতো দিন তোমায় নিয়ে মনের মধ্যে
অনেক স্বপ্নের জাল বুনেছিলাম
ভাগ্যের কি নির্মম পরিহাস।
সুখের ভাগিদার হতে চেয়ে
আর থাকা হোল না জীবনে
লুকিয়ে ছিলে অন্তরে
তুলসী তলার প্রদীপ হয়ে।
আমার লেখার উৎস ছিলে তুৃমি,
বলেছিলে আমায় ছেড়ে যাবে না কোনদিন!
কথাতো রাখোনি, এখন হলুদ প্রজাপতির
মেলা বসে আমার মনের বাগনে।
কিন্তু হায়! বিশ্বাস করে নিজকে
হারিয়ে ফেলেছি আমার অতীত।
মন্দিরে যদি দেবতার মূর্তি না থাকে
মন্দির তখন মূল্য হীন।
এখন হয়তো নতুন সূর্যদয় দেখ!
সময় পুরোনো হয়
অস্তও যাবে যথা নিয়মে
আমি শুধু একাকী।
তবুও তুমি সুখী হলে আমি সুখী,
ভেবে নেবো মন থেকে।