হালুয়াঘাটে ২৩৫ পিচ ইয়াবাসহ আটক-২
প্রকাশিতঃ ৪:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৫৫ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাটে ২৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিজিবি’র হাতে দুইজন আটক হয়েছে। মামলা সুত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কড়ইতলী সীমান্ত ফাঁড়ির বিজিবি’র হাবিলদার মোঃ আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কড়ইতলী গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র আবু কাউসার (২২) ও মাজরাকুড়া গ্রামের শাহজালালের পুত্র মহসীন আলম শামীম (৩০)। এ ঘটনায় হাবিলদার আব্দুল মজীদ বাদী হয়ে ধৃত দুইজনসহ মোট চারজনের নামে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আটককৃত আসামীদেরকে সোমবার জেলহাজতে প্রেরন করা হয়েছে। ###