হালুয়াঘাটে আওয়ামীলীগ নেতার ২য় মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশিতঃ ৪:১৬ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০৭ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাট কংশ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ খুরশীদ আলম ভুঁইয়ার ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে কংশ সামাজিক সংগঠন কার্যালয়ে ও বিকেলে আওয়ালীগের দলীয় কার্যালয়ে উক্ত স্বরণসভা অনুষ্ঠিত হয়।এছাড়া একইদিন সকালে উক্ত নেতার কবর জিয়ারত, কালো বেজ ধারন ও দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন করে আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মিষ্টার জুয়েল আরেং এমপি। এছাড়া উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভুঞা খুররম, ওসি বিপ্লব কুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান একাংশের সঞ্চালনায় ছিলেন কংশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক ছমির সরকার।