হালুয়াঘাটে ছেলেধরা গুজবে এক খ্রীষ্টান মহিলাকে মারধর
প্রকাশিতঃ ৮:৫০ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৮০৫ বার

ওমর ফারুক সুমনঃ বুধবার হালুয়াঘাটে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের স্বীকার মহিলা নমিতা পেরেরা উপজলার মুজাখালী গ্রামের লালন তজুর স্ত্রী। আহত নমিতা জানায়, বিকেলে চাউল কিনার উদ্দেশ্য হালুয়াঘাট বাজারে আসার পথে হাদীসের মোড় নামক স্থানে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এমন সময় এক প্রতিবন্ধী বাচ্চা তার কাছ এলে তার সাথে হেসে কথা বলার কারনে বচ্চার মা তাকে ছেলেধরা বলে মারধর করেন এবং উপস্থিত অনেকেই তাকে মারতে থাকে। পরে স্থানীয়দের কেউ ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।