হালুয়াঘাটের বানভাসী মানুষের পাশে এমপি জুয়েল আরেং
প্রকাশিতঃ ১০:২৩ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৯৫ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাট উপজেলার বন্যা কবলিত নড়াইল ও বিলডোরা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন হালুয়াঘাট-ধোবাউড়া আসন থেকে নির্বাচিত সাংসদ মিষ্টার জুয়েল আরেং এমপি। শুক্রবার দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েক হাজার অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খাইরুল আলম ভুঞা খুররম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মুর্শেদ আনোয়ার খোকন, কংশ টিভির নির্বাহী সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমন, সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির মানিক, ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন। এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।