আজ বুধবার , ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাটে অটো রিক্সার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু হালুয়াঘাটে ট্রলির চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র মুক্তির দাবীতে মিছিল বাউফলে অবরোধ কর্মসুচী পালন বাউফলে অবরোধ কর্মসুচী পালন ১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদকে হালুয়াঘাটে সংবর্ধনা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সংখ্যালঘু নারীকে নির্যাতন,সংবাদ সম্মেলনে মামলা না নেওয়ার অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মুক্তাগাছায় সেকান্দর হত্যায় আটক দুই ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি আওয়ামিলীগ নেতা গোপাল সরকারকে প্রেসক্লাবের সংবর্ধনা

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় বিশ্লেষকরা

প্রকাশিতঃ ৯:২১ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৫৮ বার

অনলাইন ডেস্কঃ প্রায়ই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক-বিশেষজ্ঞরা বাংলাদেশকে নিয়ে কটুক্তি করতে দেখা যায়। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের পর প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশেকে খোঁচা মেরে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ। কিন্তু কাল দক্ষিন আফ্রিকার বিপক্ষে জয়ে পর সাবেক ওপেনার বিরন্দর শেবাগ তার টুইটার পেজে লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অসাধারণ খেলেছো। এ জয় তোমাদেরই প্রাপ্য।’ রোববার ওভাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভারতের বিশ্লেষকরা। এ জয়ের পর ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া লিখেন, ‘তিন বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দেখিয়েছে যে বাউন্সারে ঘায়েল হওয়ার পাত্র নয় তারা।

এছাড়া জুনের প্রথম সপ্তাহে স্পিনের কী দুর্দান্ত ব্যবহার।’ টাইগার অধিনায়ক মাশরারফি বিন মর্তুজার প্রশংসা করে তিনি আরও লিখেন, ‘কৌশলগত দিক থেকে অধিনায়কত্বও হয়েছে দুর্দান্ত। দারুণ খেলেছ প্রতিবেশিরা। নিঃসন্দেহে মাশরাফি সেরা একজন অধিনায়ক। এশিয়ার অন্যতম সেরা।’ বাংলাদেশের জয় নিয়ে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে সন্তোষজনক পারফরম্যান্স। ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে এবং খুব ভালোভাবে এগিয়ে নিয়েছে তারা। তবে দক্ষিণ আফ্রিকাকে আরও অনেক কাজ করতে হবে। বোলিংটা খুবই সাদামাটা মনে হয়েছে।’ ভিভিএস লক্ষণ লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ এক দিন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। কৌশলগত দিক থেকেও তারা দুর্দান্ত ছিলো।’ ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত একটি জয় পেলো। ব্যাটিংয়ে দলীয় পারফরম্যান্স এবং পরে বোলাররাও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের তেমন খেলার সুযোগ দেয়নি। দক্ষিণ আফ্রিকার ভাবার অনেক কিছুই আছে। বিশেষ করে বোলিং নিয়ে।’

Shares