বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার! যাত্রী আটক
প্রকাশিতঃ ৯:০৮ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৩১ বার

অনলাইন ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ গ্রামের ৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার ভোর সাড়ে পাঁচটায় কুয়ালামপুর থেকে আসা বিজি ০০৮৭ নম্বর ফ্লাইটে করে আসা সেলিম নামের যাত্রীকে আটক করেন কাস্টমস গোয়েন্দারা। এসময় তার কাছ থেকে ৮টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার দর ৪০ লাখ টাকা।
কাস্টমস সূত্র জানায়, আটক যাত্রী সেলিমের পাসপোর্ট নম্বর বিবি-০৩৬৪৮৬১। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারেন বিজি-০০৮৭ বিমানে আসা এক যাত্রীর কাছে চোরাই সোনা রয়েছে। এরপর গোয়েন্দা দল ওই ফ্লাইটে আসা যাত্রীদের দিকে নজর রাখে। একপর্যায়ে সেলিম নামের ওই যাত্রীকে শনাক্ত করা হয়।
যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। অন্যান্য যাত্রীদের সঙ্গে সেলিমও তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশী করে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। গোয়েন্দাদের অধিক জিজ্ঞাসাবাদে সেলিম তার পায়ুপথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার পায়ুপথ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।