আজ বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ” নালিতাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাউফলে মান্তা পরিবারের শিশুদের ঈদ আছে কিন্তু আনন্দ নেই

প্রকাশিতঃ ৯:৫১ অপরাহ্ণ | জুন ০২, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৮২ বার

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: প্রতি বছর মুসলমানদের ঘরে ঈদ আনন্দ আসে আবার চলে যায়। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা বাজার এলাকায় বসবাসরত মান্তা পরিবারের অসহায় শিশুদের ঈদ আছে কিন্তু আানন্দ নেই। শতাধিক মান্তা শিশু রয়েছে এ এলাকায়। তাঁদের প্রতি তাকিয়ে দেখারও যেন কেই নেই। তাদের ঈদ আনন্দের কথাও কারো ভাবনায় নেই। কেই জানতেও চায় না কিভাবে কাটে তাদের ঈদ আনন্দ। সরকারি পর্যায়ে খোঁজখবর নেয়াতো দুরের কথা দেখা মিলছে না কোন বেসরকারি সংস্থার সাহায্য সহযোগীতার। ঈদে সবাই পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ খুিশ খাগাভাগি করে নেবে। নতুন পোশাক পড়ে আনন্দ ভাসবে। তখন তোমরা(মান্তা পরিবারের শিশুরা) কোথায় পাবে নতুন কাপড় সরেজমিনে বগি এলাকার মান্তা পরিবারের শিশুদের কাছে এমন প্রশ্ন করলে শিশু সিমা(৯), পাখি(৭),সোনিয়া(১১), মুন্নি(১০) ও জয়নবসহ(১২) অনেকে হতাশা জড়িত কন্ঠে বলে, আমারা গরীব তাই আমাদের নতুন কাপড় দেয়ার কেই নেই।বাবার আয়ে সংসার চলে না। ঈদে নতুন কাপড়ও দিতে পারে না। তাই আমাদের ঈদ আনন্দ হয় না। মান্তা শিশুরা জানায়, নতুন পোশাক নেই তাদের। পুরাতন কাপড় দিয়েই কাটিয়ে দেবে খুশির ঈদ । ঈদে সেমাই বা ফিন্নি জুটবে কিনা তাও নিশ্চিত নয়। এ সব কোমলমতি শিশুদের দিকে হাত বাড়ায়নি কেউ । এবার ঈদে কেউ তাদের পাশে দ^াড়াবে কি না তাও জানা নেই।
মান্তা পরিবারের ষাটোর্ধ বৃদ্ধ হাশেম সরদার জানান, সারা বছরই দুবেলা পেট ভরে খেতে পাওয়াই তাঁদের এক পরম সৌভাগ্য। সেখানে তাঁদের নতুন জামা কাপড় স্বপ্নের মত। তাঁদের কাছে ঈদ যেন নতুন চাঁদ দেখার মাঝেই সীমাবদ্ধ। ঈদের দিন আর বছরের অন্যান্য দিন প্রায় একই।
দায়িত্ব প্রাপ্ত বাউফল উপজেলা নির্বাহি অফিসার শুভ্রা দাস বলেন, এরকম সম্প্রদায়ের কথা শুনেছি। খোঁজখবর নিয়ে সাধ্যমত সাহায্য সহযোগীতা করা হবে।

Shares