বাউফলে একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে জখম
প্রকাশিতঃ ১০:০৯ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৩ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল( পটুয়াখালী) সংবাদদাতাঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে -মা, ভাই-বোনসহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে সময় বগা ইউনিয়নের রাজনগর জাগির গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের শৈলেন হালদারের সাথে তার ভাই সুনিল হালদারে জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ২টার সময় শৈলেন হালদারের ভাইর ছেলে সুশান্ত , সন্তোষ, সুমন ও নাতি সমিরসহ ৫-৭ বহিরাগত বিরোধীয় জমি থেকে দুইটি রেইনট্রি গাছ কাটার সময় শৈলেন হালদার বাধা দেন। এ নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে, শৈলেন হালদারের স্ত্রী ভিবা রানী, মেয়ে সীমা রানী, ছেলে বঙ্কিম ও শ্যামল ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে তার ভাই ছেলে ও বহিরাগতরা ধারালো রামদা ও লাঠিসোটা নিয়ে তাদেরকে এলাপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।