পটুয়াখালীর বাউফলে বাংলা নববর্ষ উদযাপিত
প্রকাশিতঃ ৩:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৪ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৬ বঙ্গাব্দ। এ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা পিজুস চন্দ্র দে, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময়ে বাংলা সংস্কৃতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। পরে ৫শতাধিক লোকের কন্ঠে এস হে বৈশাখ এস এস বাংলা সংস্কৃতির এই গানটি পরিবেশন করা হয়। এ ছাড়া দিনব্যাপী রয়েছে নৃত্য,বাউল গান ও বৈশাখী মেলার আয়োজন।