দুই প্রার্থীর মনোনয়ন বৈধ!
প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৩১ বার

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ৫ মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি তিনজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এই সিদ্ধান্ত জানান।
চার মেয়র পদপ্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টির মনোনীত জাহাঙ্গীর আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ইকরামুল হক টিটুর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম।
অন্যদিকে ঋণখেলাপির দায়ে ও ৩০০ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম স্বপন মণ্ডল, মো. আবু মুছা সরকার ও আরেক স্বতন্ত্র প্রার্থী ড. বিশ্বজিৎ ভাদুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।