বাউফলে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চুড়ান্ত
প্রকাশিতঃ ৯:৫৯ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২১৭ বার

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সভায় উপজেলা চেয়ারম্যান পদে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ দিকে দলীয় চুড়ান্ত মনোনয়নের খবর পেয়ে ওই রাতেই কালাইয়া বন্দরে কয়েক শত নেতা-কর্মী নিয়ে আনোন্দ মিছিল বের করেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন (মনির মোল্লা)। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আনন্দে উচ্ছাসিত হয়ে গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা জড়ো হয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়।