হালুয়াঘাটে গাঁজাসহ আটক-২, অতঃপর কারাগারে
প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৬০ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করে পুলিশ।জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৯নং ধারা ইউনিয়নের মাঝিয়াল গ্রাম থেকে গাঁজা কেনাবেচার সময় এদেরকে আটক করে।আটককৃতরা হলেন, মাঝিয়াল গ্রামের আঃ আজিজের পুত্র আজাহারুল ইসলাম (৩৫) ও সিরাজ উদ্দিনের পুত্র জান্নাতুল ফেরদৌস (৩৬)।পুলিশ জানায়, আটক দুইজনের নামে মাদক আইনে মামলা হয়েছে এবং বৃহঃপতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।